কালিয়াচক

সুজাপুরে মুখ্যমন্ত্রীর জনসভা

 

কংগ্রেস ও সিপিআইএম হচ্ছে বিজেপির দুই চোখ। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত মালদার কালিয়াচকের তৃণমূল প্রার্থী শাহনাজ আলীর রায়হানের সমর্থনে এক জনসভায় এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সুজাপুর বিধানসভার বিধায়ক আব্দুল গনির ভূমিকা নিয়েও দলের অন্দরে প্রশ্ন উঠেছিল। তাই নির্বাচনের আগে, সুজাপুর দেখাশোনা করার দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হানের সমর্থনে সুজাপুর বিধানসভার কালিয়াচক কৃষক বাজার মাঠে আয়োজিত জনসভায় যোগদেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভাষণের প্রথমেই তিনি ক্ষমা চেয়ে নেন‌। এরপর বলেন, এখান থেকে আমরা গণি সাহেবকে দাঁড় করিয়েছিলাম এবং আপনারা জিতিয়েছিলেন। এখন থেকে সুজাপুর বিধানসভা আমি দেখবো নিজে দায়িত্ব নিয়ে। মালদা জেলায় আমরা কোন দিনও লোকসভা সিট পায়নি, কিন্তু বিধানসভায় আপনারা তৃণমূলকে ঢেলে ভোট দিয়ে বিজেপিকে রুখে দিয়েছিলেন। বিজেপির দুটো চোখ একটা কংগ্রেস অন্যটি সিপিআইএম। আপনাদের উপর আমি কোন অত্যাচার হতে দেয়নি। মোয়াজ্জেম ভাতা আমরা দিয় না। আপনাদের ঘড়ের ছেলেমেয়েরা মানুষ হোক। ২৬ হাজার ছেলে মেয়েদের পাশে আমরা আছি। তাদের পাশে আমরা আছি। যখন বিজেপি দেখছে কোন উপায় নাই তখন চাকরি খেয়ে নাও। এটা আমরা হতে দিবো না। আইনি পথে আমরা যাচ্ছি। প্রধানমন্ত্রী এসে মালদায় নাটক করছে। এনআরসি, সিএএ হবে না মালদায়। দিল্লিতে এবার আমাদের সরকার হওয়া দরকার আছে‌। আমি একটা কাট বিড়ালের ভূমিকা পালন করি। সব দলের সাথে আমার ভালো সম্পর্ক আছে। ইন্ডিয়া জোট নাম দেওয়া আমারই। আমরা বিভেদের রাজনীতি করিনা। সারা পৃথিবী বলছি ওলি গলি মে চোর হে বিজেপি চোর হে। সুজাপুর মে শোর হে বিজেপি চোর হে‌। কালিয়াচক মে শোর হে বিজেপি চোর স্লোগান তুলেন মুখ্যমন্ত্রী। সংবিধান, দেশ, আপনার সম্পত্তি সব বিক্রি করে দিবে বিজেপি। আদিবাসী থেকে সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না। এবার বিজেপি ক্ষমতায় আসলে এনআরসি চালু করে আপনাদের ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। বিজেপি হঠাও দেশ বাঁচাও চোর হঠাও দেশ বাঁচাও স্লোগান দেন মুখ্যমন্ত্রী। প্রায় ৪০ মিনিট বক্তব্য রাখার পর মালদার হবিবপুরে দ্বিতীয় জনসভায় যোগ দিতে রওনা দেন মুখ্যমন্ত্রী।